স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করা সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করা ৫৩ জন শিক্ষকের সাথে শিক্ষার মান উন্নয়নে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনিন আলম, সহকারী অফিসার খাইরুল আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক তুরান আলী মোল্লা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।