স্টাফ রিপোর্টার
মহাজনের লেলিয়ে দেওয়া সন্ত্রসীরা ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে শরীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীকে নির্যাতনের সময় এক সন্ত্রাসী ও মহাজনকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের কমোরভোগ খাল পাড়ার গড়াই নদীর চর থেকে বুধবার বেলা ১১ টার দিকে অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী রবিউল (৩৭) কে উদ্ধার করা হয়েছে। অপহৃত ব্যবসায়ী শৈলকুপা উপজেলার অচিন্তপুরের লালঝুপা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বিভিন্ন ছোট দোকানে ইলেকট্রিক পন্য বিক্রি করেন। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। ঘটনা স্থাল থেকে অপহরক সন্ত্রাসী শাহীন ও অপহরণ কারীদের ইন্ধোন দাতা মহাজন আয়ুব আলীকে আটক করে থানায় নিয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকরা থানায় ছিল।
চিকিৎসাধীন ব্যবসায়ী রবিউল জানান, বুধবার সকালে মোবাইল ফোনে শাহীন নামের এক ব্যক্তি ইলেকট্রিক মালামাল পাইকারী বিক্রি করার কথা বলে কাতলাগাড়ী বাজারে তাকে ডেকে আনে। এক পর্যায়ে তার নিজের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় সন্ত্রাসীরা। এর পর প্রকাশ্য বাজার থেকে তাকে অপহরন করে এখানে নিয়ে আসে। এর পর তার উপর শারীরিক নির্যাত চালানো হয়। এক পর্যায়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে।
সন্ত্রাসীরা তার কাছে মহাজন আয়ুব আলীর পাওনা টাকা ফেরতের বিষয়ে কথা কলেছিল। মহাজন আয়ুব আলীর টাকা ফেরত দিলেও তাকে হত্যা করা হবে বলে সন্ত্রাসীরা তাকে জানিয়েছিল।
অপহৃত ব্যবসায়ীর বোন শিল্পী জানান, খোকসা বাজারের খেয়াঘাট এলাকার ব্যবসায়ী আয়ুব আলীর কাছে তার ভাই কিছু টাকা দেনা আছেন। এ টাকা আদায়ের জন্য ব্যবসায়ী আযুব আলী সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তার ভাইকে হত্যার চেষ্টা করে। তিনি এ ঘটনার জড়িতদের বিচারের দাবি করেন।
ওসমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সোবাহান জানান, সন্ত্রাসীরা রবিউল নামের ছেলেটিকে অপহরণ করে নিয়ে এসে গড়াই নদীর চরের নির্জন স্থানে নির্যাতন করছিল। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ছেলেটিকে উদ্ধার করে। এসময় তিন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। তবে এক জনকে পুলিশ আটক করেছে।
আটক মহাজন আয়ুব আলীর ভাই রাজ্জাক জানান, ভাইকে পুলিশ আটক করেছে এমন খবর পেয়ে তিনি বাড়ি থেকে এসেছেন। তবে কি কারনে আটক হয়েছে তা জানেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাতজাহান তনুজা বলেন, রোগীর শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
থানা পুলিশের এএসআই আজিজ জানান, স্থানীয়দের মুঠোফোনের খবরের ভিত্তিতে তারা অপহৃত ব্যবসায়ী রবিউলকে উদ্ধার করেছে। এ সময় শাহীন ও আয়ুব আলী নামের দুইজনকে থানায় আনা হয়েছে। অপহৃতকে চিকিৎসার পর থানায় অভিযোগ দেওয়ার পরামশ্যও দেওয়া হয়েছে। আটক দুইন থানায় আছেন।