স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামে রাস্তা নির্মানকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ নির্মানাধীন বীর নিবাসে হামলা ও ভাংচুর করা অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ দক্ষিন পাড়ায় বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাসের বসতবাড়ী ও তার জন্য বরাদ্দকৃত নির্মানাধীন বীর নিবাসের জানালার গøাস ভেঙ্গে দিয়েছে হামলাকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাস জানান, কোমরভোগ দক্ষিন পাড়া মোড় থেকে গড়াই নদী পর্যন্ত রাস্তা উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। নির্মানধীন রাস্তাটির শুরুর অংশের তাদের পরিবারের জমি বেশী চলে যাচ্ছে। এ ঘটনায় তাঁর ছেলে ঝন্টু জমি মেপে রাস্তা করার প্রস্তাব দেয়। এ নিয়ে প্রকল্প চেয়ারম্যান নয়ন ও ঝন্টুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর নয়নের সমর্থকরা তার বাড়িতে হামলাচালিয়ে একটি মোটরসাইকেল ও কয়েকটি ঘরের দরজা ভেঙ্গেছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের এক গ্রæপের নেতৃত্বে থাকা নয়নের লোকেরা শুধু তার বাড়িতে হামলা করেনি। পরিকল্পিত ভাবে প্রধানমন্ত্রীর অর্থায়নে নির্মানাধীন বীর নিবাসটিতে হামলা চালিয়েছে। তিনি এঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবি করেন।
স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা ও প্রকল্পটির চেয়ারম্যান নয়নের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায়নি। তবে তার মা জোৎসনা বেগম ও স্ত্রী রলি আক্তার আহত নয়নের রক্ত মাখা জামা গেঞ্জি দেখিয়ে বলেন, সরকারী রাস্তা করতে গিয়ে নয়ন হামলার শিকার হয়েছে। এ ঘটনার ক্ষিপ্ত সমর্থকরা ওই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়েছিল। তারা ঝন্টুকে না পেয়ে ফিরে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর উপহারের নির্মানাধীন বীর নিবাস যারা ভেঙ্গেছে তারা অত্যন্ত গরহীত কাজ করেছেন। পরিদর্শনের সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে ছিলেন। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন বিশ্বাসকে অভিযোগ করতে বলা হয়েছে।