খোকসায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে হামলা

0
103

হামলায় মহিলাসহ আহত ৫ জন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক প্রবাসীর বাড়িতে রহস্য জনক হামলা হয়েছে। হামলাকারীদের প্রতিহত করতে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে প্রতিহতের চেষ্টা। দুর্বৃত্ত¡দের ছোড়া আগ্নেয় অস্ত্রের গুলি ও হামলায় ৫জন আহত হয়েছেন।

শুক্রব ার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয় কুঠিপাড়ায় প্রবাসী রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলা চালায় দুবৃত্তরা। এ সময় গৃহকর্তার কলেজ ও স্কুল পড়–য়া মেয়েরা পালিয়ে বাথরুমে গিয়ে নিকট আত্মীয়দের মোবাইল ফেনে হামলার বিষয়টি জানায়। স্থানীয় মসজিদের মাইকে হামলার ঘটনাটি প্রচার করা হয়। গ্রামবাসী পাল্টা প্রতিরোধ গড়ে তলে। এক পর্যায়ে হামলাকারীরা কমপক্ষে ৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্ত¡দের হামলা ও গুলিতে আহত গৃহকর্তার স্ত্রী শিউলি খাতুন (৩৫), ওয়াজেদ আলী (৩৫), আবুল কালাম (৪৬), জহিরুল (৩০), মাসুম বিল্লাহ প্রিন্স (২৪) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। আহতদের মধ্যে গৃহকর্তী শিউলি খাতুন বাদে বাঁর্কীদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার কিছু সময়ের মধ্যে রাতেই থানা পুলিশের টহল দল ঘটনা স্থাল পরিদর্শন করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিউলি খাতুন, হামলাকারীদের মধ্যে তিনি একজন কে চিনেছেন। দুর্বৃত্ত¡রা শুধু ডাকাতির জন্য হামলা করেনি। তার তার স্বামীতে হত্যা করার চেষ্টা করছিল। শিক্ষার্থী দুই মেয়ের বুদ্ধিমত্তায় তারা স্বামীর জীবন রক্ষা পেয়েছে। হামলাকারীরা ঘরের ৪টি দরজা ভেঙ্গে বাথরুম থেকে ওই ছাত্রীদর বের করে এনে মারপিট করেছে। তিনি এ হামলার ঘটনার তদন্ত করে দোষিদের বিচার দাবি করেন।

প্রবাসী রিয়াজ উদ্দিন জানান, রাতে তার শোবার ঘরের দরজায় করা নারার শব্দ শুনে তিনি ঘরের দরজা খোলেন। এ সময় ৫/৬ জন মুখোষধারী তার উপর হামলা করেন। হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা চালায়। এ মিশনে ব্যর্থ হয়ে হামলাকারীরা তারা কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে গেছে। তার আত্ম চিৎকারে স্ত্রী শিউলি খাতুন এগিয়ে এলে দুর্বৃত্ত¡রা তার উপর আক্রমন করে। এ সময় তার স্কুল ও কলেজ পড়–য়া দুই মেয়ে নিজেদের ঘরের দরজা আটকে বাথরুমে আশ্রয় নিয়ে মোবাইল ফোনে নিকট জনদের খবর দেয়। তিনি নিজেও বুঝতে পারছেন না হামলার কারন পূর্ব শক্রুতা না ডাকাতি। তিনি অভিযোগ নিয়ে থানায় যাচ্ছেন বলে জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে কথা বলার হলে তিনি জানান, প্রবাসীর সাথে পূর্ব বিরোধের জের ধরে হামলা হতে পারে। লিখিত অভিযোগ নিয়ে ওই প্রবাসীর থানায় আসার কথা আছে।