স্টাফ রিপোর্টার
কুমারখালীতে গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীর (২৫) এর সন্ধান মেলেনি। এ ঘটনায় অসুস্থ্য অপর দুই শিার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভতি করা হয়েছে।
সোমবার দুপুওে সৈয়দ মাছউদ রুমী সতু সংলগ্ন গড়াই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিার্থী মাইক্রোবাসে এসে মীর মশাররফ হোসেন সেতুর নীচে গোসল করতে নামলে তাদের মধ্যে তিনজন শিার্থী গভীর পানিতে চলে যায়। এসময় তিনজনই সাঁতরে কুলে আসার চেষ্টা করলে দুজন শিার্থী একে অপরকে পানি থেকে উপরে টেনে তুললেও তানভীর নামের শিার্থী তলিয়ে যায়। পরবর্তীতে অসুস্থ দুজন শিার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিার্থীকে খুঁজে পেতে ব্যর্থ হয়। পরে বিকাল ৫ টার দিকে খুলনার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও রাত ৮ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান তারা।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, পানিতে ডুবে শিার্থী নিখোঁজের সংবাদ পেয়ে তারা তাৎণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। খুঁজে না পেলে খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ও খুলনা ডুবরি দল যৌথভাবে উদ্ধার কাজ করলেও এখনো পর্যন্ত শিার্থীকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান।