হ্যান্ডকাফ উদ্ধার হলেও মাদক ব্যবসায়ী ছাড়া পেল

0
133
dukatpur-dro-7p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে সমঝোতার মাধ্যমে হ্যান্ডকাফ উদ্ধার হলেও ছাড়া পায় মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী আনোয়ারুল একই গ্রামের মোহন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে দৌলতপুর থানার এসআই শাজাহান মাদাপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। পুলিশ মাদক ব্যবসায়ীকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেবার সময় হ্যান্ডকাফসহ ওই আসামী পালিয়ে যায়।

পালাতক আসামীকে আটক করতে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে। পরে আনোয়ারুল হোসেনকে গ্রেফতার করা হবে না বলে ঘোষনা দেয়। এ শর্তের ভত্তিতে ডাংমড়কা এলাকা থেকে হ্যান্ডকাফসহ মাদক ব্যাবসায়ীকে উদ্ধার করে এসআই শাজাহান-এর কাছে নিয়ে যায় গ্রামবাসী। পরে হ্যান্ডকাফটি উদ্ধার করা হলেও শর্ত অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হয়।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই।