খোকসার এক বিধবার সব স্বপ্ন বিষে মলিন

0
120

স্টাফ রিপোর্টার

বিধবার শেষ সম্বল দুটি গরু বিষ ক্রিয়ায় হঠাৎ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খোকসা উপজেলা কাদিরপুর গ্রামে বিধবা আসমা খাতুনের একটি গাভী ও ষাঁড় গরু বিষ ক্রিয়ায় নিজের গোয়াল ঘরে হঠাৎ মার গেছে। কৃষাণীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা পশু সম্পদ কর্মকর্তার অফিসের একজন কর্মকর্তা ওই বিধবাকে জানিয়েছেন তার গরু দুটি বিষ ক্রিয়ায় মারা যেতে পারে।

আসমা খাতুনের ছোট ছেলে আকাশ খা জানান, প্রতিদিনেরমত শনিবার সন্ধ্যায় নিজেদের একই গোয়াল ঘরে ৪টি গরু বেঁধে খেতে দিয়েছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফিরে গোয়াল ঘরে গিয়ে দুটি গরু চরম অসুস্থ্য অবস্থায় দেখতে পান। উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ের একজন চিকিৎসকে ডাকা হয়। তিনি গিয়ে গরু দুটিকে মৃতবলে ঘোষনা করেন। ওই চিকিৎসক তাদের জানিয়েছে গরুটিকে বিষ ক্রিয়ায় মারা যেতে পারে।

আসমা খাতুন জানান, তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ছেলের কান্না শুনে ঘুম ভেঙ্গে দেখতে পান তার দুটি গরু মারা গেছে। তিনি আরো জানান, সারা দিন তার ৪টি গরু একই জায়গায় খেয়েছে। কিন্তু বিষ ক্রিয়ায় মারা গেলো দুটি। গরুর মৃত্যু নিয়ে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি থানা পুলিশ করবেন না। বিচার দিয়েছেন উপরে।

উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তার দপ্তরের এসএএআই আব্দুস সালম জানান, তিনি ঘটনা স্থলে গিয়েছিলেন। বিষ দেওয়া ঘাস খাওয়ার কারনে গরু দুটির মৃত্যু হয়েছে বলে মনে করছেন।