দেশে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯, একদিনে রেকর্ড মৃত্যু

0
115
Corona-Dro-7-p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা পৃথিবীর মতো দেশে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। ইতমধ্যে সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা হয়েছে ৬৯ লাখ ১১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৮৫৪ জনের।

কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৪৩ জনের শরীরে। অপরদিকে রেকর্ড সংখ্যক ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশে সংক্রমণের শুরু থেকে এ অব্দি মারা গেছেন ৮৮৮ জন। এ সময় পর্যন্ত দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জনের শরীরে।

২৪ ঘন্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে সর্বমোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, করোনার ঝুঁকি এড়াতে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি আরো বলেন, ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত বুথে অনলাইন নিবন্ধনের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হবে। এ বুথে কোনো টাকা লেনদেন না করতে অনুরোধ করেন তিনি।