তিন প্রতিষ্ঠান মালিকে সাড়ে ৩৭ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযানিক দলের গাড়ি দেখে ১৫টি ডায়াগনস্টিকের মালিক কর্মচারীরা পালিয়ে গেলো। বৈধ লাইসেন্স ও জনবল না থাকায় তিন প্রতিষ্ঠান মালিক কে প্রায় সাড়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে একটি দল খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এসে স্টিকার লাগানো গাড়ি থামান। এ সময় স্বাস্থ্য কমল্পেক্সের গেটের অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারীরা পালিয়ে যায়। তবে এই অভিযানিক দলের সেবা ডায়াগনস্টিক, তুষার ডায়াগনষ্টিক ও চৌধরী ডায়াগনস্টিক সেন্টারের মালিককে প্রায় ৩৭,৫০০ টাকা জমিানা করে।
অভিযানিক দলের প্রধান সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ডায়াগনস্টিক সেন্টার গুলোর লাইসেন্স নেই। এ ছাড়া অদক্ষ লোকদের দিয়ে সেন্টার গুলো পরিচালনা করা সাধারণ রোগীরা প্রতারিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।