রাজবাড়ীতে বিএনপির আড়াই হাজার নেতাকর্মীর নামে মামলা

0
136
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পুলিশের ওপর ও অবৈধভাবে রেলস্টেশনে প্রবেশ করে হামলার অভিযোগে পৃথক দুই মামলায় বিএনপির আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় নাম উল্লেখ করা হয়েছে ১১৬ জন বিএনপির নেতাকর্মীর। এদের মধ্যে ২৮ নেতাকর্মীকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে রাজবাড়ী সদর ও রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সদর থানা সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা ও ভাঙচুর করা হয়। তাদের লাঠিসোটা ও ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ অভিযোগে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ দুই হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি মামলা করেন।

অপর দিকে রেলওয়ে পুলিশ জানায়, থানা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নেতাকর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অবৈধভাবে প্রবেশ করে রেলওয়ে থানা পুলিশের ওপর পাথর ছুড়ে হামলা করে। এতে থানার ওসিসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে আরেকটি মামলা করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বলেন, এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে শনিবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সাবেক এমপি নাসিরুল হক সাবু র‌্যালি বের করেন। র‌্যালীটি কোর্ট চত্বরের প্রবেশমুখে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ পুলিশসহ অন্তত ৪৫ নেতাকর্মী আহত হন।