কুমারখালীতে মহিলা আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0
166

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এ সভা শনিবার সকালে কুমারখালী পৌর বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া ০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বর্তমান সরকার আপনাদের জন্য বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, বয়স্ক ভাতাসহ নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সেগুলো প্রতিটি ঘরেঘরে গিয়ে মানুষের কাছে বলতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনাকে মতায় আনতে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা পারভীন রোজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শারমিন রিমার সঞ্চালনায় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ ও সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার সামস তানিম মুক্তি, কুমারখালী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ প্রমুখ বক্তব্য রাখেন।