খোকসায় পাখি ভ্যানের ধাক্কায় পথচারী আহত

0
272
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দ্রæাতগতি সম্পন্ন পাখি ভ্যানের ধাক্কায় এক পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধায় এ সড়কের খোকসার মোড়াগাছা বাজারের পাশে ঘটে যাওযা দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম শাখাইন (৫৫)। সে মোড়াগাছা গ্রামের কেসমত শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কারীরা জানান, মাগরিবের আজানের সময় শাখাইন স্থানীয় মসজিদে নামাজে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারী চালিত পাখি ভ্যান তাকে পেছর থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শাখাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন।

উপজেলা স্বা¯ধ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা বলেন, আহত শাখাইনের অবস্থা মোটামুটি আছে। তবে তাকে ভর্তি রাখা হবে।