খোকসায় শ্বাশুরীর হাত ভেঙ্গে দিলো জামাই

0
177

স্টাফ রিপোর্টার

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী একটি গামেন্টের্সে চাকরী নিয়ে ঢাকায় চলে গেছেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় শ্বাশুরীকে কোদালের আছাড়ি দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দিয়েছে জামাই।

শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাইক পাড়া গ্রামে জামাই আব্দুল হান্নান কোদালের আছাড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধা শ্বাশুরী জহুরা খাতুন (৬০) এর ডান হাত ভেঙ্গে দিয়েছে। আহত ওই বৃদ্ধার স্বামীর নাম মৃত আব্দুর ছাত্তার।

ঘটনা স্থলে উপস্থিত প্রতিবেশী জোৎসনা খাতুন ও গ্রাম পুলিশ হাসান আলী জানান, বিকালে বৃদ্ধা রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় জামাই আব্দুল হান্নান একটা নিরানি হাতে বাড়িতে ঢোকেন। কোন কথা না বলেই বৃদ্ধা জহুরার উপর হামলা করেন। প্রতিবেশীরা হামলাকারী জামাই হান্নানকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে কোদালের আছাড়ি দিয়ে শ্বাশুরীকে পিটাতে শুরু করে। আহত বৃদ্ধার চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী জামাই হান্নান পালিয়ে যায়।

গ্রামবাসী ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃদ্ধাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

আহত বৃদ্ধা জহুরা খাতুন জানান, প্রায় কুড়ি বছর আগে হান্নানের সাথে পারিবারিক ভাবে মেয়ে সেলিনা খাতুনের বিয়ে দেন। প্রতিদিনই মেয়ের উপর জামাই নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে একমাস আগে মেয়ে ঢাকায় গিয়ে গামেন্টের্সে চাকরি নিয়েছে। সেই থেকে হান্নান তার স্ত্রীকে ফিরে পেতে শ্বাশুরী জহুরা খাতুনকে মেয়ে ফেলার হুমকী দিয়ে আসছেন। শনিবার বিকালে তাকে একা বাড়িতে পেয়ে হান্নান তার উপর হামলা চালায়। প্রথমে হাতে থাকা নিরানি দিয়ে তার উপর হামলা করে। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে ডাান হাত ভেঙ্গে দিয়েছে।

তিনি আরো জানান, হান্নান তার বাবার বাড়ির সব জমি বিক্রি করে দেউলিয়া হয়ে যায়। সে সময় মেয়ের সুখের কথা ভেবে জামাই হান্নানের নামে ৬ শতাংশ বাড়ি করার জমি রেজিস্ট্রি করে দিয়েছেন কিন্তু মেয়ের কপালে সুখ হয়নি।

শ্বাশুরীর উপর হামলার অভিযোগে অভিযুক্ত হান্নানের ভায়ের বাড়িতে যাওয়া হয়। তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকেরাও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। হান্নানের মোবাইল ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন ধরেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মকতর ডাঃ ইফফাত জাহান তনুজা বলেন, বৃদ্ধার ডার হাতের দুইটি হাড় ভেঙ্গে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ফোলা দাগ রয়েছে।