পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে তলেতলে কথা হয়ে গেছে – ওবায়দুল কাদের

0
199
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ্য করে বলেন, মতার স্বপ্ন দেখিযয়ে লাভ নেই। আপনার মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ফখরুল সাহেব দিল্লি বহুদূর। মতার পথ আপনারাই বন্ধ করে দিয়েছেন। পিটার হাস কী করবেন? ভিসানীতি দেবেন? নিষেধাজ্ঞা দেবেন? আমেরিকার মুরুব্বি যারা, তাদের সঙ্গে কথাবার্তা শেষ। উচ্চপর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। তলেতলে যখন সব শেষ, তখন আর এসব করে লাভ কী? পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, সেই খেলা খেলতে দেবো না। সেই খেলা সন্ত্রাসের খেলা, বিএনপিকে সেই খেলা খেলতে দেবো না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে আমেরিকা রোগে পাইছে। আর কাউকে তো পায় না। ওভাবে আমেরিকানরাও আসে না, পাত্তা দেয় না। দৌড়ে যায় পিটার হাসের কাছে। সকালে ঘুম থেকে উঠে পিটার হাস, দুপুরে লাঞ্চ করতে যায় পিটার হাস, রাতে ডিনার করতে যায় পিটার হাস। আমি জানি না, হাসাহাসে ফখরুলকে কী স্বপ্ন দেখিয়েছে।

নিজের দলের নেতাকর্মীদরে উদ্যেশ্যে তিনি বলেন, কোয়ার্টার ফাইনাল চলছে, সামনে সেমিফাইনাল, জানুয়ারিতে হবে ফাইনাল। খেলা হবে ঢাকা – চট্টগ্রামেসহ সারা বাংলায়। ঠিক আছে? ফাইনাল পর্যন্ত খেলতে হবে। এখনই কান্ত হলে চলবে না।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন হবে বাংলাদেশে। বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকলে এই দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন হবে, শান্তিপূর্ণ হবে। এদেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা। এদেশে নজিরবিহীন নিরপে নির্বাচন শেখ হাসিনাই করবেন। নজিরবিহীন নিরপে নির্বাচন হবেই। ফখরুল সাহেব নির্বাচনে না এলে আমও যাবে, ছালাও যাবে, দুটাই হারাবেন। দুনিয়াব্যাপী আপনারা বদনাম করেছেন, দেশে দেশে বদনাম করছেন, বদনাম ঘোচানোর জন্য শেখ হাসিনা এমন নির্বাচন করবেন, যে নির্বাচন হবে নজিরবিহীন।