বিএনপি আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হয়ে যাবে- সদর উদ্দিন খান

0
203

স্টাফ রিপোর্টার

বিএনপি নির্বাচনে আসবে না। তারা নির্বাচনে আসলেও নির্বাচন হবে। না আসলেও নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদিন খান।

তিনি আরও বলেন, এখন দুইটি ধারা, একটি ধারা স্বাধীনতার পক্ষে, যারা দেশের উন্নয়ন চায়। অন্যটি একটি পক্ষ ৭১ এর স্বাধীনতার বিপক্ষের ধারা জামায়াত শিবির ও বিএনপি। দলের মধ্যে যারা অরাজনৈতিক কর্মকান্ড করে সরকারের উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করছে। এ ক্ষেত্রে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে।

বুৃধবার বিকালে শোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ষ্টেশন বাজার রেল গেটে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারে উন্নয়ন কর্মকান্ড তুলেধরে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর, জেলা যুগ্ন সম্পাদক স্বপন কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড: হাসনুর হক হাসু, কুমারখারী উপজেলা সভাপতি আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা ছাত্রলীগ সভপতি শিমুল আহম্মেদ খান প্রমুখ।

শান্তি ও উন্নয়ন সমাবেশে সভপতিত্ব করেন শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান।