কুমারখালীতে জাল নোট প্রচলন রোধে কর্মশালা

0
208

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাল টাকার নোট প্রচলন রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কে আলোচনা সভা এবং প্রজেক্টরের মাধ্যমে আসল টাকা চেনার বৈশিষ্ট প্রদর্শন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি, কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখার সার্বিক সহযোগীতায় এ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

কুষ্টিয়া সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল কার্যালয় ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন ও সহাকরী পরিচালক শাহিনুর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক শাহিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীরমুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমূখ।