কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখারীতে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পরেনি। নৈরাজ্যের প্রতিবাদে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ বিােভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।
রবিবার বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রভাব মুক্ত ছিল কুমারখালী। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। দূরপাল্লার কোন বাস ছাড়েনি। তবে ট্রেন ও স্থানীয় সড়কে থ্রি হুইলার, ইজিবাইক ও ছোট ছোট পরিবহন চলাচল ছিল স্বাভাবিক। এদিন সকাল থেকে হরতাল প্রতিহত করতে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের অনুসারীরা ছিল স্বরব। তারা বিক্ষোভ মিছিলসহ শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। পরে শহরের বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ করে।
এ শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নব কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।