ঝিনাইদহ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প অপন ও পথসভা করেছেন।
বুধবার সকাল মোটর সাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন। পরে জেলার সীমান্তবর্তী এলাকা হাটগোপালপুর বাজারে সংপ্তি সমাবেশ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।
বক্তব্য রাখেন, পদ্মাকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ ইব্রাহিম খলিল রাজা ও এমপির পিএস রোকনুজ্জামান রিপন।
হাটগোপালপুরে সংপ্তি সমাবেশ শেষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।