স্টাফ রিপোর্টার
পথের মানুষদের ধরে তিনমণ মিষ্টি খাইয়ে (খাওয়ায়ে) উৎসব করলেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর স্ত্রী, কন্যা সন্তান প্রসব করেছেন তাই এই উৎসব। তবে পুত্র সন্তান হলে তিন কেজি মিষ্টি বিতরণের পণ করেছিলেন তিনি।
কুষ্টিয়ার খোকসা উপজেলা সদর বাজারে বুধবার দুপুরে এই তিনমণ (সাদা রস গোল্লা) বিতরণ করা হয়। তখন দুপুর, সবে ১টা বেজেছে। উপজেলা পোস্ট অফিস এলাকা জমে উঠেছে। এরই মধ্যে বাজারের রাস্তার দুই পাশে মিষ্টির প্যাকেট হাতে দাঁড়িয়ে পরেন ওই সদ্য প্রসূত কন্যা সন্তানের বাবার প্রতিবেশী ব্যবসায়ীরা। “কন্যা সন্তান অভিশাপ নয়” এই শ্লোগান নিয়ে। পথচারী ও বাজারের ব্যবসায়ীদের ডেকে মিষ্টি তুলে দিচ্ছেন। এ ভাবে চলতে থাকে প্রায় বেলা ৩টা পর্যন্ত।
গত সোমবার দুপুরে একজন শৈল্য চিকিৎকের তত্বাবধায়নে ব্যবসায়ী রাহাত খান ও তহমিনা খাতুন দম্পতির ঘরে জন্ম নেয় কন্যা সন্তান। নবযাতকের নাম রাখা হয়েছে উয়াবিহা ইসলাম বুসরা।
নবজাতকের বাবা রাহাত খান জানান, সমাজে মেয়েকে বোঝা মনে করা হয়। তিনি মেয়েকে ¯্রষ্টার নিয়ামত মনে করেছেন। সমাজের চিন্তাকে ভুল প্রমান করতেই তিনি জনসচেতনা সৃষ্টির লক্ষে প্রকাশ্য বাজারে এই মিষ্টি বিতরণ করার উদ্যোগ নেন। প্রায় দুই ঘন্টায় ২ হাজার মানুষের কাছে মেয়ে অভিশাপ নয় এই বার্তা পৌচ্ছাতে পেরেছেন।