চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে সামান্য পারিবারিক কলহের জের ধরে নিজের মাকে পিটিয়ে মারলো ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ায়।
নিহত সাজেদা খাতুন একই গ্রামের মন্টু শেখের স্ত্রী। অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ছেলে জামিরুলের সাথে মা সাজেদা খাতুনের পারিবারিব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে জামিরুল হঠাৎ করে লাঠি নিয়ে মায়ের উপর হামলা করে। পিটিয়ে তার মাকে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা আহত অবস্থায় সাজেদাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করা হয়েছে।