খোকসায় ক্যাশ ড্রয়ার ভেঙ্গে বিকাশ এজেন্টের টাকা চুরি

0
180
স্থানীয় একটি প্রতিষ্ঠানের সিসি টিভি থেকে সংগ্রহ করা ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিকাশ এজন্টের ঘর ফাঁকা পেয়ে ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোর চক্র।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের খোকসা বাস ষ্ট্যান্ডে কার্তিক ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিকাশ এজেন্ট কার্তিক বিশ্বাস জানান, প্রতিদিনের মত রাবিবার সকালে দোকান খুলে পাশের টিউবয়েলে পানি আনতে যান। কয়েক মিনিটের মধ্যে পানি নিয়ে ফিরে দোকানের ক্যাশ ড্রয়ার ভাঙ্গা দেখতে পান। এ ঘটনার সাথে সাথে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। চোরচক্র ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ১লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনার পর তিনি পৌর সভার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। সেখানে দেখতে পান প্যান্ট শাট পড়া তিনজন লোক একটি মোটরসাইকেল নিয়ে তার দোকানের সামনে আসেন। তারা ক্যাশ ড্রয়ার পর্যন্ত যায়। তিনি সন্দেহ করছেন মোটরসাইকেল আরহীরা তার ক্যাশ চুরি করে নিয়ে গেছে।

খোকসা থানা পুলিশের এসআই ও তদন্তকারী কর্মকর্তা জিয়াউল হক বলেন, তারা ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন। অপরাধিরা হেলমেট পরা ছিল। প্রযুক্তি ব্যবহার করে দোষীদের চিহ্ণি‎ত করার চেষ্টা করা হচ্ছে।