খোকসায় দুর্বৃত্তদের হামলায় ভাইস চেয়ারম্যান আহত

0
152

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের উপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার পরে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর এলাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজার উপর এ হামলার ঘটনা ঘটে। তিনি নৌকা প্রতিকের প্রার্থীর প্রচারাভিযান শেষে মোটর সাইকেলে নিজ বাড়ি শোমসপুরে ফিরছিলেন। ঘটনা স্থলে পৌচ্ছালে দুবৃত্তরা টর্স লাইট জ্বেলে স্বাভাবিক ভাবে তার মোটর সাইকেল দাঁড় করায়। এক পর্যাযে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে। নিজের মোটরসাইকেল চালকের বুদ্ধিমত্তায় সে ঘটনা স্থল থেকে দ্রæত পালিয়ে যেতে স্বক্ষম হয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার রাতে প্রতিপক্ষের ১১ জনকে আসামী করে খোকসা থানায় একটি মামলা করেন আহত ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।

আহত ভাইস চেয়ারস্যান সেলিম রেজা জানান, রাতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে রানা নামের এক কর্মীর মোটর সাইকেলে শোমসপুরে বাড়ি ফিরছিলেন। কাদিরপুরে জেলা পরিষদের নতুন মার্কেট ও ব্রিজের মাঝা মাঝি স্থানে তার মোটর সাইকেলে গতি রোধ করে হামলা করা হয়। হামলাকারীরা ৭/৮ জন ছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ ঘটনায় তার বাম হাতের একাধিক স্থানে কেটে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার উপর হামলার কলকাঠি নাড়ছে বলে তিনি মনে করছেন। তার উপর এ হামলার ঘটনাটি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেও মনে করছেন।

তিনি আরো জানান, দুবৃত্তরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। তিনি ও তার পরিবার নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জকে সমর্থন দেওয়ার আক্রোশ থেকে এ হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহীনা বলেন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজার বাম হাতের মাঝামাঝি স্থানে ২/৩ ইঞ্চি ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে। প্রত্যেকটা স্থানে সেলাই (টিস) দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে গেছেন।

থানা ভারপ্রাপ্ত আননুর জায়েদ বলেন, মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে। রাজনৈতিক বিরোধের সূত্রধরে মামলা হয়েছে।