টানা বিরতির পর লা লীগার ম্যাচ মাঠে গড়াল

0
127
La-Ligar-DRO12-p-22-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা প্রার্দুভাবে দীর্ঘ তিন মাস বিরতির পরে রিয়াল বেতিস ও সেভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে লা-লীগা পুনরায় মাঠে গড়ালো।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সেভিয়া ২-০ গোলে রিয়াল বেতিস কে পরাজিত করে।

সেভিয়ার হয়ে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন লোকাস অকাসফোস (৫৬) মিনিটে, দ্বিতীয় গোলটি আসে রেগিস এর পা থেকে ৬২ মিনিটে।

আজ শুক্রবার রাতে লা লীগার ম্যাচে গ্রানদা ও গেটাফে মধ্যকার খেলাটি চলছে। রাত ২টায় অনুষ্ঠিত হবে ভ্যালেন্সিয়া ও লেভান্তের মধ্যকার ম্যাচটি ।