বেনাপোল এক্সপ্রেসে আগুনে নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে

0
158
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে কমলাপুর রেল ষ্টেশনে পৌছানোর আগে গোপীবাগে পৌচ্ছালে ট্রেনে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাত পৌনে ১১টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত চারটি মরাদেহ উদ্ধার হয়েছে। কে বা কারা এটা করেছে, সেটা উদঘাটনের চেষ্টা হচ্ছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন জানিয়েছেন, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। ট্রেন থেকে উদ্ধার করা নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।