বিভাগীয় প্রতিযোগীতায় শোভা

0
136

এ বছর নিজের স্কুলের “জিমি” নামের এক বড় আপুর অনুপ্রেরণায় সে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ওই সিনিয়র আপু (ছাত্রী) তাকে প্রতিযোগীতায় অংশ নিতে নিজের বাই সাইকেলটি দিয়েছিলেন। সেই সাইকেল নিয়ে সে জেলা পর্যায় পর্যন্ত বিজয়ী হয়েছে। বিভাগীয় পর্যায়ে দ্রæত বাই সাইকেল রেস প্রতিযোগীতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শোভা। বুধবার সকালে খোকসার বনগ্রাম মধ্যপাড়ায় তার বাড়ি থেকে ছবিটি তোলা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির সাথে শোভা।

মা ময়না ও ছোট ভাই রিফাতের সাখে শোভা।
শোভা।