Home ফটো গ্যালারি ভাঙ্গলো মেলা

ভাঙ্গলো মেলা

0
139

কালীর বার্ষিক পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলার অনুমোদনের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ব্যবসায়ীরা জানেন না। হঠাৎ মেলার দোকান গুটিয়ে নিতে আদেশ দিয়েছে কমিটি ও স্থানীয় প্রাশাসন। তাই এই নারী ব্যবসায়ী তার দোকানের তাবু খুলে ফেলেছে। দোকানের মালামাল নিয়ে মন্দির কমিটির অফিসের সানসেডের নিচে আশ্রয় নিয়েছেন। গাড়ি পাওয়া না গের এ ভাবে তার রাত কাটবে। সোমবার সন্ধ্যায় খোকসা কালীবাড়ীর মেলার মাঠ থেকে ছবিটি তোলা।