কুমারখালীতে স্থানীয় সরকার দিবস পালিত

0
106

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মো.আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার রাইসুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন, পৌর সভার কাউন্সিলর এস এম রফিকুল ইসলাম।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।