খোকসায় ছিনতাইকারীদের কবলে দোকান কর্মচারী

0
105
আহত দোকান কর্মচার আমিন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারের এক দোকান কর্মচারী ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই দোকান কর্মচারী।

ছিনতাইকারীদের হামলায় আহত দোকান কর্মচারীর নাম আমিন (১৬)। সে উপজেলার ওসমানপুর গ্রামের জেহের আলীর ছেলে। সে খোকসা বাজারের আল আরাবিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী।

জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকার প্রধান বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী আমিন (১৬) প্রকৃতির ডাকে সারা দিতে গড়াই নদীর তীরের কসাই খানার পেছনে যান। এসময় ছিনতাইকারী দলের তিন সদস্য তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে ছিনতাইকারীদের কবল থেকে পালিয়ে লোকালয়ে এসে ঘটনাটি জানায়। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের দুই হাত ও মুখের একাধিক স্থানে কেঁটে গেছে।

ঘটনা স্থলের পাশের একটি বিস্কুটের দোকানের কর্মচারী মুকুল জানান, ছিনতাইকারীর কবলে পরা আমিন তার চাচাতো ভাই। তার কারখানার পেছনেই ঘটনা ঘটেছে। খবর শোনার সাথে সাথে ছুটে গিয়েছিল। কিন্তু তার আগেই ছিনতাই কারীরা পালিয়ে যায়।

দোকান কর্মচারী আমিন জানায়, রাত ৮টার দিকে সে নদীর ধারে দাঁড়িয়ে প্র¯্রাব করছিল। এ সময় কালো কাপড়ে মুখ ঢাকা তিনজন লোক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। দুর্বৃত্ত¡রা ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য তার বাবাকে ফোন দিতে বলে। এ সময় দুর্বৃত্ত¡রা তার মাথায় পিস্তল ঠেকিয়ে হাত ও মুখে ধারালু অস্ত্র দিয়ে পোঁচায়। এ পর্যায়ে সে দুর্বৃত্ত¡দের কবল থেকে পালিয়ে লোকালয়ে আশ্রয় নেয়। সে হামলাকারীদের চেনে নি।