স্টাফ রিপোর্টার
যাচাই করে ওয়ারেশ কায়েম সাটিফিকেট দেওয়ার কথা বলায় বর্তমান ইউপি চেয়ারম্যানের উপর সাবেক চেয়ারম্যানের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়ায় গেছে। চেয়ারম্যানকে পরিষদে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে হামলা কারীরা। বন্ধ হয়ে যায় দুস্থ্য মহিলাদের ভিজিডি’র চাউল বিতরণ কার্যক্রম।
খোকসার গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতারেক হোসেনের উপর বৃহস্পতিবার দুপুরে হামলার ঘটনাটি ঘটে। রাতে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, সকাল থেকে ইউনিয়ন পরিষদে দুস্ত মহিলাদের ভিজিডি’র চাউল বিতরণ চলছিল। এ সময় সাবেক চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা আলমগীর হোসেন আলমের ছেলে সজির ৪/৫ জনের পৃথক ওয়ারেশ কায়েমের সাটিফিকেট নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আসেন। এ নিয়ে (ওয়ারেশ কায়েম সাটিফিকেট) চেয়ারম্যান ও সজিবের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের উপর হামলা করা হয়। তাকে (চেয়ারম্যানকে) প্রায় এক ঘন্টা পরিষদে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষ। এ সময় আতঙ্কিত দুস্ত নারীরা দিগ-বিদিক ছুটা ছুটি শুরু করে। এক পয়ায়ে ভিজিডির চাউল বিতরণ বন্ধ রাখা হয়।
চেয়ারম্যান মোতালেব হোসেন জানান, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ছেলে সজির ৪/৫জনের ওয়ারেশ কায়েম সাটিফিকেট নেওয়ার জন্য আসেন। আবেদন গুলোর মধ্যে কয়েকজন দুইজন হিন্দু সম্প্রদায়ের লোকদের নাম ছিল। তারা দীর্ঘ দিন এলাকায় (দেশে) নাই। এ কারণে তিনি সে গুলো যাচাই বাছাই করে রবিবারে সাটিফিকেট দেবেন বলে জানান। এ সময় সাঙ্গপাঙ্গসহ সজিব তার (চেয়ারম্যানের) উপর আক্রমন করে। তাকে পরিষদের একটি রুমে আটকে রাখে। সেখানে তিনি প্রায় এক ঘন্টা ধরে অবরুদ্ধ ছিলেন।
চেয়ারম্যান মোতারের আরও জানান, নির্বাচনে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ছেলে ও লোকজন দিয়ে তার উপর হামলা করেছে। শারীরিক ভাবে চািহ্ণত করেছে। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
সাবেক চেয়ারম্যান আলমগীর হামলার ঘটনা অস্বিকার করেছেন। তিনি দাবি ওয়ারেশ কায়েক সাটিফিকেট গুলো তার নিজের পরিবারে। সাথে দুইজন হিন্দু লোকের নাম ছিল। যারা প্রায় ২০ বছর আগে গ্রাম ছেড়েগেছে। ওয়ারেশ কায়েম সাটিফিকেটের আবেদনে স্বাক্ষর করে দেওয়ার জন্য একজন মেম্বর তার ছেলে সজিবকে ডেকে নিয়েছে। এখন ছেলে ও তাকে দোষ দেওয়া হচ্ছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যাসেনর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।