Home breaking news হাতিরপুলের রাজ কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

হাতিরপুলের রাজ কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

0
94

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরপুলে রাজ কমপ্লেক্সের দ্বিতীয় তলার কার্পেটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া তারা।

জানা গেছে, আগুনের ঘটনায় ভবনটিতে আটকেপড়া ৪ জনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা ‘রাজ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আগুনের খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।