কৃষাণী মায়ের শিশুরা

0
127

চৈতালী ফসল ঘরে তোলার কাজে সকাল সন্ধ্যা ব্যস্ত কৃষাণী মা রাশিদা। কোলের শিশু ফাতেমাকে রেখে মাঠে গেছেন। বড় মেয়ে আরিবা ও তার সাথীরা কাপড়ের দোলনায় শিশুটিকে বসিয়ে দোল দিচ্ছে। ভাটির ফুল দিয়ে নিজেদের ইচ্চা মত জায়গাটিও সাজিয়েছে। শুক্রবার সকাল ১১টার পর খোকসার নিশ্চিন্তবাড়িয়া থেকে ছবিটি তোলা।