পানির খোঁজে পশুরা

0
113

পশ্চিম জনপদের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের ফলে প্রাণি কূলে হাঁসফাঁস অবস্থা চলছে। তাপদাহ থেকে স্বস্তি পেতে পানির খোঁজে কুকুর গুলো দলবেঁধে গড়াই নদীতে নেমে পরেছে। রবিবার দুপুর তিনটার দিকে খোকসার কালীবাড়ি ঘাট এলাকা থেকে ছবিগুলো তুলেছে- মহুয়া মুনসী।