কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা ভুয়া ডাক্তারসহ আটক ২

0
297
Akota-Dro-15-p-12
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে টিভি সাংবাদিকসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় এক ভুয়া এমবিবিএস ডাক্তার ও ক্লিনিক মালিককে আটক করেছে মডেল থানা পুলিশ।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

Akota-Dro-15-p-11jpg-compressed
আমানত আলী শেখ

হামলার শিকার স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজু বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ডিসি কোর্টের সামনে একতা ডায়াগনস্টিক সেন্টারে সংবাদ সংগ্রহ করতে যায়। গোপন সংবাদে জানতে পারি উক্ত ডায়াগনস্টিক সেন্টারের বক্ষব্যাধী ও চর্ম যৌন সেক্স রোগ বিশেষজ্ঞ এমবিবিএস ডাঃ আমানত আলী শেখ ভূয়া নাম ভাঙ্গিয়ে চিকিৎসা দিয়ে আসছেন। নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে পল্লী চিকিৎসক আলামিন শেখ দীর্ঘদিন ধরে রোগী দেখছেন।

এমন খবরের ভিত্তিতে , এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপারসন আলআমিন খান রাব্বি ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহামন ও সিনিয়র স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম সংবাদ সংবাদ সংগ্রহ করতে যান।

এ সময় একতা ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইদুল ইসলাম, ভুয়া এমবিবিএস ডাক্তার আলামিন শেখসহ সাইদুলের ক্যাডার বাহিনী সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।

Akota-Dro-15-p-10-compressed
কথা কাটা-কাটির এক পর্যায়ে

এ সময় এশিয়ান টেলিভিশনের ক্যামেরা ও ক্যামেরা ও স্ট্যান্ড ভাংচুর করে এবং লাইভ করার জন্য ব্যবহৃত ভিডিও ক্যাপচার ডিভাইচ কেড়ে নেয়। ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় স্মার্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার সময় আল আমিন এবং জিল্লুর মেবাইল ফোন কেড়ে নেয়।

সাংবাদিকরা কুষ্টিয়ার পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠান। মডেল থানা পুলিশ একতা ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইদুল ইসলাম ও ভুয়া ডাক্তার আলআমিন শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আটক কৃতসহ দুই জনসহ অজ্ঞাত নামা ৪/৫ জনেকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৩ তারিখ ১৫-০৬-২০২০।

.

আরও পড়ুন: 

খোকসায় দুইমন্ত্রীর মৃত্যু নিয়ে ফেইসবুকে কুটক্তিমূলক পোস্ট