স্টাফ রিপোর্টার
পানি শুন্য পুকুরে মাছ ধরতে গিয়ে জালে বেঁধে আসা মোটর সাইকেলটি ফিরে পেলেন স্কুল শিক্ষক। দীর্ঘ আট মাস আগে মোটর সাইকেলটি ওই শিক্ষকের মাষ্টার পাড়ার ভাড়া বাসার সামনে থেকে চুরি হয়ে গিয়েছিল।
বুধবার দুপুরে খোকসা থানা পুলিশ উদ্ধার করা ওই মোটর সাইকেলের মালিক শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরান আলী মোল্লার কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, সোমবার দুপুরে খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কালীবাড়ি পাড়ার পিল্টু বিশ্বাসের বাড়ির পুকুরে মাছ ধরতে নামেন। এক পর্যায়ে তাদের জালে একটি মটোর সাইকেল উঠে আসে। তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া মোটর সাইকেলের মালিক শোমসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরান আলী মোল্লা তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, প্রায় ৮ মাস আগে তার এই মোটর সাইকেলটি বাসার সামনে থেকে চুরি হয়ে যায়। তিনি এ ঘটনায় খোকসা থানায় একটি জিডিও করেন। অবশেষে কালীবাড়ি পাড়ার একটি পুকুর থেকে অলৈকিক ভাবে গাড়িটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তার কাছে হস্তান্তর করা হয়।
মোটর সাইকেল উদ্ধারে অংশ নেওয়া পুলিশের এএসআই সোহেল বলেন, স্থানীয়রা পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে তাদের খবর দেয়। আজ বুধবার দুপুরে গাড়ির মালিকের কাছে গাড়িটি হস্তান্তর করা হয়েছে।