কুমারখালীতে ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0
100

কুমারখালী প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে যুবক-যুবতীদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ ( টেকার ২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রশিক্ষণের উদ্বোধন করে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে না থেকে কাজে লাগাতে হবে এবং বেকারত্ব নিরসন করে স্বাবলম্বী হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জন যুবক-যুবতী অংশ নিয়েছেন।