টিনের চালার নিচে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

0
55

কুষ্টিয়া প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে টিনের চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মিরপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মল্লিক ওই এলাকার মৃত খবির মল্লিকের ছেলে।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঘুর্ণিঝড় রিমালের দমকা হাওয়ায় দাসপাড়া এলাকার বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ীর টিনের চালা ভেঙ্গে পড়ার উপক্রম হয়। এ সময় বাদশা ঠেকাতে গেলে টিনের চালা ভেঙে তার উপর পড়ে। এসময় চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসাকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।