কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুস করা চিংড়ি মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেলি মিশ্রিত প্রায় আড়াই কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (১লা জুন) দুপুরে কুমারখালী তহবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।
এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, তহবাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাছ ব্যবসায়ীর নাম মোস্তফা কনক (৪৫)। তিনি কুমারখালী পৌর এলাকার এলাঙ্গীপাড়ার মৃত আলিমুদ্দিন ছেলে। একই অপরাধে অতীতেও তাকে জরিমানা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান মাছ ব্যবসায়ী কনকের কাছ থেকে প্রায় ৬শ গ্রাম চিংড়ি মাছ খরিদ করেন। মাছ গুলো বাড়িতে নেওয়ার পর ওই কর্মকর্তা বুঝতে পারেন তাতে মানবদেহের জন্য ক্ষতিকারক ক্যামিকেল জেলি মিশানো হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ঘোষনা করে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জেলি মিশানো চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, তিনি ৪৫০ টাকা দিয়ে প্রায় ৬শ গ্রাম চিংড়ি মাছ কিনেছিলেন। বাড়ি গিয়ে তিনি দেখেন মাছে ক্ষতিকর জেলি মিশানো। পরে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।