এমপি আনার হত্যার বিষয়টির সুরাহার দাবিতে মানববন্ধন

0
72

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যার বিষয়টির সুরাহা দাবিতে কালীগঞ্জে মানববন্ধন করেছে একটি একাডেমির শিশুরা।

মানববন্ধনে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, আমাদের কাছে অনেক তথ্য আছে। আমরা এর শেষটা দেখতে চাই। যদি এমপি আনার জীবিত থাকে তাহলে তার সন্ধান দিন। আর যদি তাকে হত্যা করা হয় তাহলে যে আসামিরা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

বুধবার (৫ জুন) সকালে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে কালীগঞ্জ শিশু একাডেমীর আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আধাঘণ্টা চলা এ মানববন্ধনে কালীগঞ্জ শিশু একাডেমীর শিক্ষক, কর্মচারী ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। এতে পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, বিদ্যালয়টি পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালী, প্রধান শিক্ষক শাহী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।