Home breaking news এতিম শিক্ষার্থীরা পেলো ঈদ পোশাক

এতিম শিক্ষার্থীরা পেলো ঈদ পোশাক

0
57

স্টাফ রিপোর্টার

একটি বেসরকারী শিশু সদনের উদ্যোগে প্রায় একশো এতিম শিক্ষার্থীকে ঈদ পোশাক উপহার দেওয়া হলো। পরিবারের সাথে থাকা এ সব শিক্ষার্থীরা পাবে কোরবানির গরু মাংসও।

রবিবার সকালে খোকসা উপজেলা সদরে জাবালইনূর বেসরকারী শিশু সদনের উদ্যোগে শিক্ষার্থীদের ঈদ পোশাক বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন।

সংগঠনটির সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত প্রায় ১০০ এতিম ও গরিব শিক্ষার্থীদের আর্থিক সহয়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ৯৫ জন এতিম শিক্ষার্থীকে ঈদ উপহারের পোশাক তুলে দেওয়া হয়।