বিপদজনক নৌকা ভ্রমন

0
233

শুষ্ক গড়াই নদীতে আসা নতুন পানি ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। উঠতি ও তরুন বয়সীরা দলবেঁধে দিনব্যাপী নৌকা ভ্রমন করেছে। সাথে থাকছে বড়বড় সাউন্ড বস্ক। উচ্ছসিত যুবকদের বাদ্যের তালে তালে নাচ করতেই দেখা যায়। সামান্য ভুলে ঘটনতেপারে প্রাণহানী। গড়াই নদীর খোকসা খেয়া ঘাটের ভাটি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।