বালু মহলে দুর্বৃত্তদের হানাঃ ৫ ককটেল উদ্ধার করলো পুলিশ

0
75

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ইজারাকৃত বালু মহলে থেকে ৫ টি ককটেল বোমা ও পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত ২ টা ৫ মিনিটের সময় উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর ঘোড়াই ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বালুরঘাটের ইজারাদারের দাবি, চাঁদা না পেয়ে স্থানীয় প্রভাবশালীরা তাকে বালু তোলায় বাঁধা সৃষ্টি করছে। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা বালু কাটার যন্ত্র ভ্যেকুর উপর একটি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আরো ৫ টি ককটেল ও ৪ লিটার পেট্রোল তেল উদ্ধার করে।

কুমারখালী থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, খবর পেয়ে রাত ২ টা ৫ মিনিটের সময় তিনি ৫ টি পরিত্যাক্ত ককটেল ও কিছুটা পেট্রোল উদ্ধার করেছেন।

জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা মৌজায় গড়াই নদী থেকে ড্রেজিংকৃত বালুর স্তুপ অপসারণের জন্য সরকারিভাবে ইজারা দিয়েছে। ২০ শতাংশ ভ্যাট ও আয়কর বাদে প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকায় বালু অপসারণের ইজারাদার কুষ্টিয়ার পিয়াংকা ব্রিকস। আগামী তিন বছরের মধ্যে ইজারাদার বালু অপসারণ করবেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা নিয়মিত ইজারাদারের নিকট চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না পেয়ে তাঁরা বালু উত্তোলনে নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এরমধ্যে সোমবার রাতে বালুরঘাটে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি ককটেল ও চার লিটার পেট্রোল উদ্ধার করেছে।

কয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রদীপ জানান, তিনি রাতে বোমা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে আসেন। আর পাঁচটি বোমা দেখে তিনি পুলিশকে খবর দেন।

ইজারাদার জাহিদুল হোসেন লিটু জানান, ২০ শতাংশ ভ্যাট ও আয়কর বাদে পাঁচ কোটি ১৭ লাখ টাকা দিয়ে তিনি পাউবোর কাছ থেকে বালুর স্তুপ ইজারা নিয়েছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা চাঁদা না পেয়ে তাকে বালু অপসারণে নানা প্রতিবন্ধকরা সৃষ্টি করছে। গতরাতে তাঁর ভ্যেকুর ওপরে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্ততারা। তিনি থানায় মামলা করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, তিনি সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।