কুষ্টিয়া ও কুমারখালীতে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

0
83

আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে

কুষ্টিয়া ও কুমারখালী প্রতিনিধি

আপনার লোকেরাই আপনাকে মাস্টার.মাইন্ড ও গডমাদার বানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

রবিবার সকাল (৯টায়) কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদানের সময় প্রধান অতিথির বক্তব্য জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

কুমারখালী উপজেলা জামায়াতের উদ্যোগে একই ইসুতে আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীতে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।

তিনি বলেন, এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে।

আরও পড়ুন – শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা

তাহলে আপনার লোকেরাইতো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাই নাই।

তিনি আরও বলেন কেমন শাষন করলেন, বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু সুন্দর বেহেশতী বাগান পয়দা করলেন তাহলে সাড়ে ১৫ বছরের মাথায় এই ভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হতোনা।

“আওয়ামী লীগ সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল, এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব পরিবর্তন করে পুনরায় রাজনীতিতে আসার পরিকল্পনা করছে” এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সবার আছে। আমাদের রাজনীতি কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরা সেটা করতে চাই না।

“আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না” মন্তব্য করে ডা: শফিকুর রহমান বলেন, গণহত্যার সংগঠন যারা করে, তাদের বহু দলকে, বহু দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে। কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

বিভিন্ন জায়গায় হামলা ও ঢালাওভাবে মামলা হচ্ছে এমন আরেক প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন, জাতির কাছে আহ্বান জানিয়েছি এই ধরণের অপকর্ম কেউ যেন না করে। দশজন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকে ইচ্ছাকৃতভাবে হ্যারেজ করার জন্য আসামি করা হলে পুরটায় দোষী আমরা। আমরা বলেছি একাজ কেউ করবে না।

তিনি আরো বলেন, আমরা সবচেয়ে নির্যাতিত দল। কিন্তু যারে তারে মামলার আসামি করাবো না। হাজার হাজার মামলা দায়ের করবো এটার ইচ্ছা নেই।
সংবিধানের কিছু জায়গায় পরিবর্তন লাগবে জানিয়ে জামায়াতের আমীর আরও বলেন, ‘আমরা যারা এখন বিরোধী দলে আছি তারা সাড়ে পনের বছর ধরে বলে আসছি এই আইন বøাক। এই কালো আইন কালো কানুন বদলাতে হবে। আমরা চাই এই সরকারের হাতে সব জঞ্জাল পরিস্কার হয়ে যাক।

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইন। কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দ্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক পারভেজ মোশাররফ, তৌকির আহমেদ,মুস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন, শহর শাখার সভাপতি সেলিম রেজাসহ শহীদ পরিবারের সদস্যরা।

মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় বাড়ি ঢাকাসহ বিভিন্ন জেলা ও কুষ্টিয়া শহরে গত ৫ আগষ্ট নিহত ১৪ জনের প্রত্যেক পরিবারকে নগদ দুই লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।