কুমারখালীতে দিনেদুপুরে অধ্যক্ষের বাড়িতে দুর্র্ধষ চুরি

0
59

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দিনে দুপুরে অধ্যক্ষের বাড়িতে দরজার ছিটকানি ও আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনদুপুরে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকার অধ্যক্ষ শিশির কুমার রায়ের বাড়িতে ঘটে এ ঘটনা। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পাকা বাড়ির বারান্দা ও ঘরের দুইটি দরজার ছিটকানি ভাঙা। দুই কক্ষের দুইটি আলমারির ড্রয়ার ভাঙা। সেগুলো পড়ে আছে বিছানোর ওপর। জামাকাপড়, আসবাবপত্র গুলো অগোছালো।

এসময় অধ্যক্ষ শিশির কুমার রায় বলেন, বাড়িতে স্বামী স্ত্রী দু’জনে থাকি। আমরা সকাল সাড়ে ১১ টার দিকে এক স্বজনের মরদেহ দেখতে পাশের উপজেলা খোকসাতে গিয়েছিলাম। দুপুর ২ টা ৫ মিনিটের দিকে বাড়ি ফিরে দেখি দুইটা দরজার ছিটকানি ভাঙা। দুই আলমারির ড্রয়ার ভাঙা। ঘর অগোছালো। ড্রয়ারে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার গুলো নেই।’

আরও পড়ুন – জমি নিয়ে বিরোধ: মুখে সুপার গ্লু লাগিয়ে একজনকে হত্যা চেষ্টা

তিনি আরও বলেন, বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এসেছিল। আমি থানায় মামলা করব। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে পরে জানানো যাবে।

কুমারখালী পৌরসভা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. গোলাম মওলা বলেন, ফাঁড়ি থেকে ঘটনাস্থলের দুরত্ব প্রায় আধা কিলোমিটার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারবেন বলে জানান তিনি।