কামাল লোহানীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে

0
121
kamal-dro-19-p-111
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে কামাল লোহানীকে আইসিইউতে নেওয়া হয়।

একই দিন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাবা, কামাল লোহানী পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হলেন। এখন সিএমএইচে নেওয়াটা অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতা চাই।’

শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে সাংবাদিক লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সাগর এক স্ট্যাটাসে জানিয়েছিলেন, তার বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল।

শুক্রবার সকালে সাগর অন্য এক স্ট্যাটাসে জানান, তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। কেবিনে রেখেই আইসিইউ সাপোর্ট দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি ঘটেনি এবং সর্বশেষ লোহানী সন্তান তার বাবার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

খোকসায় এবার ব্যাংক কর্মকর্তা করোনা আক্তান্ত