কুমারখালীতে প্রধান শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
43
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন কর্মসচী পালিত ও স্মারকলিপি প্রদান করেছেন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা।

 

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা বক্তব্য রাখেন এবং উপজেলার প্রায় ৭৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – ভূমি অফিসের কর্মচারীকে তুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

মানববন্ধন শেষে মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম, হিজলাকর দাখিল মাদরাসার সুপার মিজানুর রহমান, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্যে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান শিক্ষকেরা।