রাজবাড়ীতে চিকিৎসকসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

0
147
Rajbari-Dro-20-p-2-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাসহ নতুন করে ১৩ জনের শরীরে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার দুপুরে রাজবাড়ী সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৪ ও ১৫ জুন দুই দিনে মোট ৯৮ টি নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়।

শনিবার রিপোর্টের ফলাফলে চিকিৎসক সহ ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে ।

নুতন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার ৩ জন, বড়লক্ষীপুরে ১ জন, লক্ষীকোলে ১ জন, চন্দনী ইউনিয়নের বাড়াইজুরীতে ১ জন , পাচুরিয়ার আন্দারমানিক এলাকায় ১ জন ও এসপি অফিসের স্টাফ ১ জন। সদরে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর ও মৃগী এলাকার ২জন রয়েছে।

বালিয়াকান্দি উপজেলায় মোট তিন জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক , একজন ফ্যামিলি প্লানিং অফিসের স্টাফ ও অপর ১ জন পূর্ব মৌকুরীর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

দেশে করোনায় নতুন শনাক্ত ৩২৪০ জন, মৃত্যু ৩৭ জনের

উল্লেখ্য, এ অব্দি রাজবাড়ীতে ১৬৫ জন প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। অন্যরা হাসপাতালের আইসোলেশনে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।