ঝিনাইদহে নদীতে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

0
49

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন- শমী কায়সারের বিরুদ্ধে মাগুরায় মানহানি মামলা

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নেমে সাতার দেয়। অনামিকা কিছুদূর যাওয়ার পর হঠাৎ পানিতে ডুবে যায়। তার সাথীরা তাকে না পেয়ে অনামিকার বাড়িতে খবর দেয়। ততক্ষনে অনামিকার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্øেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার শিশির কুমার সানা বলেন, হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু হয়েছে।