সীমান্তে ভারতীয় খাসীয়াদের হাতে বাংলাদেশি নিহত

0
143
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতীয় খাসীয়াদের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত ও অপর আরেকজন আহত হয়েছেন।

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৩৪) নিহত হয়েছেন । এ ঘটনায় আহত আরেক বাংলাদেশি ইন্দ্র বিশ্বাস(২২) একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে।

৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমদ ইউসুফ জামিল বলেন, কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে কয়েকজন বাংলাদেশি জ্বালানি কাঠ সংগ্রহের জন্য শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই বাবুল মারা যায়।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।