বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার

0
112
Who-dro-21-p-4-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮৭ লাখে। অপরদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল অব্দি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ৬৯ হাজার ৩৮৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ২৯ জনের।

রবিবার সকাল আব্দি যুক্তরাষ্ট্র আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ৬৬২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭১৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যুর- বিবেচনায় দ্বিতীয় স্থানে আছে লাতিন আমেরিকার দেশটি। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩২হাজার ৯১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯৭৬ জনের।

আরও পড়ুন  সীমান্তে ভারতীয় খাসীয়াদের হাতে বাংলাদেশি নিহত

তবে মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৭৪ জনের।

মৃত্যু বিবেচনার দিকে পঞ্চম স্থান দখল করে আছে ফ্রান্স আক্রান্ত বিবেচনায় দেশটি ১১তম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭২৪ জন এবং অপরদিকে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৩৬ জনের।

আরও পড়ুন ক্যাপ্টেন মাশরাফি কোভিড-১৯ শনাক্ত

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ অব্দি ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।