কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত

0
54

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন দীর্ঘ ১৬ বছর পর শোভাযাত্রা করেছে।
এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রবিবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এমন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।

আয়োজকরা জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কুমারখালী হলবাজার এলাকায় এসে জড় হন। এরপর দুপুর ১২ টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হলবাজা, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, গোলচত্বর, কাজীপাড়া মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় হলবাজার এসে শেষ হয়।

পরে হলবাজার এলকায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

আরও পড়ুন – রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বিএনপি সিদ্ধান্ত জানায়নি: হাসনাত

উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে।